ব্রিটিশদের থেকেও ভয়ংকর লুটতরাজ আওয়ামী লীগ সরকার

 

ব্রিটিশদের থেকেও ভয়ংকর লুটতরাজ আওয়ামী লীগ সরকার

ব্রিটিশদের থেকেও ভয়ংকর লুটতরাজ আওয়ামী লীগ সরকার, বৃটিশরা ৪৫ ট্রিলিয়ন পরিমাণ সম্পদ চুরি করেছে ভারতীয় উপমহাদেশে থেকে। এখানে ভারতীয় উপমহাদেশে বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশকে সম্মিলিত ভাবে বোঝানো হয়েছে।

পুরো ভারতীয় উপমহাদেশের ৪৫ ভাগের একভাগ যদি বাংলাদেশ ভূখন্ডের আয়তন হয়, তাহলে তারা বাংলাদেশ থেকে ১৯০ বছরে নিছে ১ ট্রিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ।

আওয়ামী লীগ এবং তাদের স্বৈরাচারী ব্যবস্থা গত ১৫ বছরে দেশ থেকে পাচার করেছে ১৫০ বিলিয়ন ডলারের মতো (কমেন্ট বক্সে নিউজের সোর্স দিয়ে দিয়েছি)।

আওয়ামী লীগ যদি বৃটিশদের মতো ১৯০ বছর ক্ষমতায় থাকতো তাহলে আনুপাতিক হারে তারা পাচার করতো, ১৯০÷১৫=১২.৬৬৬।

অর্থাৎ ১২.৬৬×১৫০=১৮৯৯ বিলিয়ন ডলার বা ১.৯ ট্রিলিয়ন ডলার।

তাহলে চিন্তা করেন কত ভয়াবহ ভাবে আমাদেরকে লুণ্ঠন করেছে এই লুটেরার দল….

2 Comments

  1. ভাই। ওয়েবসাইটে সুন্দর একটা থিম ব‍্যবহার করুন। অনেক ভালো লাগবে।

    ReplyDelete
    Replies
    1. আপনার কাছে ভাল থিম থাকলে দিতে পারেন বা নাম বলতে পারেন

      Delete
Previous Post Next Post

Contact Form