কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে ক্ষেপণস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির অধিকৃত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
বুধবার (৭ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর জন্য নয়টি জায়গা বেছে দিয়েছিল ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’। সেই অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং প্রচুর সূত্র কাজে লাগিয়ে ন’টি জায়গা চিহ্নিত করেছিল ভারতীয় গুপ্তচর সংস্থা। তারপর এ তথ্য পাঠানো হয় সেনাবাহিনীর কাছে। এরপরই শুরু হয় হামলার তোড়জোড়। হামলায় ব্যবহার করা হয় স্ক্যাল্প এবং হ্যামার মিসাইলের মতো বিশেষ গোলাবারুদ।
দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিবৃতিতে জানান, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট ভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনার ফল এই ‘অপারেশন সিঁদুর।’
আরেক প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, এই হামলার নামকরণে সায় দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দু মহিলারা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করেন। পেহেলগাঁওয়ে সেদিন স্ত্রীদের সামনেই স্বামীদের হত্যা করা হয়। এর মাধ্যমে তাদের সিঁথির সিঁদুর মুছে যায়। ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতেই এ নামকরণ করা হয়েছে।