M. Sakhawat Hossain - আওয়ামিলীগকে আমি আশা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন। আওয়ামিলিগ কে ব্যান করা যাবে না, তবে জঙ্গী দল হলে সেটাকে Ban করা যাবে।
জনতা - পিলখানার সেনা গনহত্যা (৭৪ জন), শাপলা গনহত্যা (৩০০০+ জন), ২০২৪ এর ছাত্র গনহত্যা (২৫০০+ জন) + অসংখ্য গুম-খুন-গুপ্তহত্যা। এরপরেও যদি আওমিলিগকে আপনি জঙ্গি মনে না করেন তাহলে বলতেই হয়, আওয়ামি ভাইরাস আপনার মগজের অনেক গভীরে পচন ধরিয়েছে।
সাখাওয়াত সাহেব, হাজারো শহীদের রক্ত এখনও শুকায়নি, আর আপনি সেই হত্যাকারীদের পক্ষে মিনমিন করে কথা বলছেন! আপনি যে আওয়ামিলিগ কে রাজনৈতিক স্পেস দিতে চান, সে ক্ষমতায় এসে আবারো বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্রে পরিনত করবে না, সে নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন?
নাকি আপনি চান, আওয়ামি মাফিয়াদেরকে উৎখাত করার জন্য এদেশের জনতা বারে বারে বুকের তাজা রক্ত খরচ করবে আর আপনি সুযোগ সন্ধানীর মতো বারবার ক্ষমতার আসবেন?
আপনার উচিত ছিল গনহত্যাকারী আওয়ামিলিগকে কিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়, সে ব্যাপারে চেষ্টা করা। সেটা না করে আপনি আওয়ামিলিগকে আবারো ক্ষমতায় আনার জন্য উঠে পরে লেগেছেন।
জনাব সাখাওয়াত, আমাদেরকে বোকা ভাববেন না। ২০০৯ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার প্রধান কুশীলব ছিলেন আপনি, সেটা আমরা ভুলে যাইনি। তবে আমরা চেয়েছিলাম একটা ইনক্লুসিভ ইন্টেরিম গভর্ণমেন্ট, সেকারণেই সকল রাজনৈতিক দলের সাপোর্টারদেরকে এইখানে স্থান দেওয়া হয়েছে। অথচ আপনি সেটার সুযোগ নিয়ে লাজ-লজ্জার মাথা খেয়ে গনহত্যাকারী আওয়ামিলিগকে আবারো পুনরুজ্জীবীত করার মিশনে নেমেছেন! শেম অন ইউ।
মিস্টার এম সাখাওয়াত, দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন! আপনার একাধিক বক্তব্য শহীদদের রক্তের সাথে বেইমানি করার প্রমাণ বহন করে! আমরা চাই আপনি অনতি বিলম্বে পদত্যাগ করে এই ইন্টেরিম গভর্নমেন্টকে কলুষমুক্ত করবেন।
লিখেছেন, পিনাকী ভট্টাচার্য