Posts

Showing posts from December, 2022

‘কোয়ার্টার ফাইনালে হেরে গেছে বিএনপি, ফাইনালে জিতবে আ.লীগ’

Image
  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। জানুয়ারিতে সেমিফাইনাল হবে, সেখানেও আমরা জিতব। আগামী নির্বাচনে হবে ফাইনাল খেলা। সেই খেলায়ও আমরাই জিতব। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভার্চুয়ালি দেওয়া প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রথম অধিবেশনে সম্মেলন ও দ্বিতীয় অধিবেশনে হয় কাউন্সিল। দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে পুনরায় স্ব স্বপদে বহাল রাখার ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনস্থলে এসে উপস্থিত হন। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদে

সিন্ধুর মধ্যে বিন্দুর পদত্যাগে কিছু আসে-যায় না : ওবায়দুল কাদের

Image
  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিন্ধুর মধ্যে বিন্দুর পদত্যাগে কিছু আসে-যায় না। এতে সংসদের কিছুই হবে না। তিনি বলেন, জাতীয় পার্টির ২৬ জন এমপি সংসদে আছেন, তারা যাচ্ছেন না। রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া বিএনপির সংসদ সদস্যরা ভুল করেছেন এমন মন্তব্য করে কাদের বলেন, এই পরামর্শ বিএনপিকে যারা দিয়েছে তারা অচিরেই পস্তাবে। কাদের বলেন, আওয়ামী লীগের শিকড় অনেক নিচে, এটা ধাক্কা দিয়ে ফেলে দেয়া সম্ভব না। বিএনপির সমাবেশ নিয়ে আতঙ্ক ছিল। ১০ তারিখ চলে গেছে, সব ভয়ের মেঘ চলে গেছে। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ভদ্র দল। এখানে খালেদা জিয়ার নামও বেগম খালেদা বলার চর্চা চলছে। এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, আজকে দূতাবাসও পুলিশের ওপর হামলায় উদ্বেগ জানায়। যুক্তরাষ্ট্রে প্রতিদিন নারী ধর্ষিত হয়, তখন কোথায় যায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার। এছাড়া ফিলিস্তিনে প্রকাশ্যে হত্যা করা হলো, কী বিচার করেছে আমেরিকা? ইসরাইলকে আদর করেন, তাদের অন্

রাজপথ দখলে বড় সংঘাতের শঙ্কা

Image
  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনকালীন সরকার ইস্যুতে মুখোমুখি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। রাজনৈতিক সমঝোতার কোনো উদ্যোগ নেই। চলছে পূর্ণশক্তি নিয়ে রাজপথ দখলের লড়াই। বিএনপি ঘোষণা করেছে সরকার পতনের ১০ দফা ও নতুন কর্মসূচি। সংসদ থেকে পদত্যাগ করেছেন দলটির এমপিরা। তবে এসব দাবি ও কর্মসূচিকে আমলে নিচ্ছে না ক্ষমতাসীনরা। উলটো বিএনপিকে মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এমন অনড় অবস্থানের মধ্যে ২৪ ডিসেম্বর রাজপথে মুখোমুখি হচ্ছে দুদল। ওইদিন ঢাকায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। নতুন কর্মসূচি নিয়ে যুগপৎভাবে রাজপথে নামবে বিএনপি। ঢাকাসহ সারা দেশে গণমিছিলের ঘোষণা দিয়েছে দলটি। রাজপথে থাকবে জামায়াতও। এমন পরিস্থিতিতে রাজনীতি ফের উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।  তাদের আরও অভিমত-দুদলের অনড় অবস্থানে রাজনৈতিক উত্তাপ ইতোমধ্যে সংঘর্ষে রূপ নিয়েছে। সামনের দিনগুলোতে তা আরও ভয়াবহ হতে পারে। রাজনৈতিক সংঘাতের এ প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও। যা বর্তমান অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করে তুলবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সমঝোতার বিকল্প নে

যে কারণে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে না জার্মানি

Image
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। এ ব্যাপারে একক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জার্মানির নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।   টোবিয়াস লিন্ডনা নামের জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ ওই কর্মকর্তা পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা।  হুট করে ইউক্রেনের মতো তৃতীয় পক্ষকে দেওয়ার মতো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বার্লিনের সংগ্রহে নেই। এর বদলে জার্মানি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়ে পোল্যান্ডের নিরাপত্তা জোরদার করার প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি।   গত নভেম্বরে পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। এ ঘটনার পর দেশটির আকাশসীমার সুরক্ষায় পোল্যান্ডকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় জার্মানি।  পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক তখন জার্মানিকে অনুরোধ করেন, ওই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তার দেশে না পাঠিয়ে তা যেন ইউক্রেনে পাঠানো হয়। তবে পোল্য

এমপি হারুনের পদত্যাগের কী হবে?

Image
  সংসদের প্রতিনিধিত্ব ছাড়ল রাজপথের বিরোধী দল বিএনপি। এখন থেকে রাজপথের আন্দোলনেই মনোযোগী হবে দলটি। রোববার বেলা ১১টার দিকে বিএনপির পাঁচ সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একজন অসুস্থ থাকায় এবং একজন দেশের বাইরে থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। পূর্ব ঘোষণা মোতাবেক আজ সশরীরে পদত্যাগপত্র দেন বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।  বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত হতে পারেননি।  হারুন ইমেইলে আগেই পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ তার পক্ষে রুমিন পদত্যাগপত্রের হার্ডকপি জমা দেন। স্পিকার ৫ জনের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শুন্য ঘোষণা করেছেন। বাকি দুজনের মধ্যে উকিল আবদুস সাত্তারের বিষয়ে তিনি বলেন, উনার সেই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হ

যে কারণে বিএনপির দুই এমপির পদত্যাগপত্র গ্রহণ হয়নি

Image
  গণসমাবেশে ঘোষণার পরে রোববার (১১ ডিসেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। তবে, দুই এমপির পদত্যাগপত্র গ্রহণ হয়নি। রোববার বেলা ১১টার পর সশরীরে সংসদ ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে দেশে বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার পক্ষে পদত্যাগপত্র জমা দেন রুমিন ফারহানা। সাত জনেরই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তবে, সশরীরে না আসায় হারুন অর রশিদ এবং আবদুস সাত্তারের পদত্যাগপত্র গ্রহণ হয়নি। তারা পরে নিজে এসে জমা দেবেন। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের পদত্যাগ করতে সশরীরে উপস্থিত হওয়ার বিধান রয়েছে। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, স্পিকার বলেছেন বাকি দুজনকে সশরীরে হাজির হয়ে জমা দিতে হবে। উনারা যখন আসবেন তখন পদত্যাগপত্র জমা দেবেন। বাকি ৫ জন পদত্যাগপত্র

‘পাকবাহিনী লুঙ্গি খুলে দেখতো হিন্দু না মুসলমান, এখন পুলিশ ফোনে দেখে আ.লীগ না বিএনপি’

Image
  গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনী মানুষকে উলঙ্গ করে দেখতো সে হিন্দু নাকি মুসলমান ঠিক একই কায়দায় সরকারের আইনশৃঙ্খলা বাহিনী মানুষের মোবাইল ফোন চেক করে দেখছে, সে বিএনপি নাকি আওয়ামী লীগ করে, যা ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। শনিবার (১০ ডিসেম্বর) আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষার দাবিতে গণঅধিকার পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় নুর আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, আপনারা সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই দিবসটি সারাবিশ্বে পালন করে অথচ বাংলাদেশের মানুষের মানবাধিকার নাই। নুর বলেন, সরকার ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে আইসিইউতে আর মানবাধিকারকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে। গত ১৩ বছর ধরে সরকারবিরোধী দলের অসংখ্য মানুষকে হত্যা করেছে তারপরও গণতন্ত্রকামী মানুষের লড়াই থামাতে পারে নাই। তিনি বলেন, আইসিইউতে থাকা গণতন্ত্রকে সেবা করে সুস্থ করার জন্য গণতন্ত্রকামী আপসহীন মানুষদের সঙ্গে নিয়ে আজকে মানবাধিকার দিবসেও রাজপথে নেমেছে তাই গণঅধিকার পরিষদ।

কেন পদত্যাগ করছেন বিএনপির এমপিরা, কিভাবে কার্যকর হবে

Image
  বিএনপির সাতজন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) ঢাকার গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে এই পদত্যাগের ঘোষণা দেন দলটির নেতারা। একাদশ জাতীয় সংসদে ৩৫০ আসনের মধ্যে বিএনপির সাতজন সংসদ সদস্য রয়েছেন। এরমধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগের ঘোষণা দেয়া হয়েছে বলে তারা জানান। কেন পদত্যাগের ঘোষণা সমাবেশে জি এম সিরাজ প্রথম তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পরে সমাবেশে বক্তব্য দেয়ার সময় রুমিন ফারহানা জানান, তারা ইতোমধ্যে ই-মেইলে তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। আগামীকালের (রোববার) মধ্যে তারা সংসদে তাদের সই করা পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তারা এই অবৈধ সংসদে আর প্রতিনিধিত্ব করবেন না এবং জনগণের দাবি পুনরুদ্ধারের

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জামায়াতের ১০ দফা

Image
  দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ১০ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণআন্দোলন গড়ে তোলার জন্য শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশবাসীর উদ্দেশে বক্তব্য প্রদান ও কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ আজ এক ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত। দেশ অব্যাহতভাবে নতুন নতুন সংকটের দিকে ধাবিত হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক অঙ্গণে এক বিপর্যয়কর পরিস্থিতি বিদ্যমান। ২০০৮ সালে সাজানো নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার জনগণের ওপর চেপে বসেছে। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আদালতের দোহাই দিয়ে কেয়ারটেকার সরকারব্যবস্থা বাতিল করে। অথচ আদালতের রায়ে পরপর দু’টি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে করার কথা বলা হয়েছিল। তারা ক্ষমতার মোহে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তিনি আরো বলেন, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করে অন্যায় ও অনৈতিকভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে। আজ বাংলাদেশে জনগণের ভ

‘বিএনপির সাত জন পদত্যাগ করলে সংসদ অচল হবে না’

Image
  বিএনপির সাত এমপি পদত্যাগ করলে করলে সংসদ অচল হয়ে পড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন। কাদের বলেন, সাড়ে ৩০০ এমপির মধ্যে বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না। জাতীয় সংসদ অচল হয়ে পড়বে—এটা ভাবার কোনও কারণ নেই। এই ভুলের জন্য আপনাদের অনুতাপ করতে হবে। আমরা আপনাদের সংসদ থেকে তাড়িয়ে দিইনি। তাদের সাত জনের মধ্যে দুইজন আছেন এমন—এক নারী ও এক পুরুষ। তাদের দুজনের চিৎকারে সংসদে মাইক লাগে না। বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বিদেশি রাষ্ট্রদূতদের আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কারও ব্যাপারে নাক গলাই না। তাহলে আমাদের ব্যাপারে মাথা ঘামান কেন, কেন-ই-বা নাক গলান। বন্ধুত্ব নষ্ট করবেন না। ইতোমধ্যে তারাও বুঝে গেছে, বিএনপি বিদেশি দূতাবাসে গিয়ে নালিশ করে। এজন্য বিএনপির নাম বাংলাদেশ নালিশ পার্টি।’ সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দেন। জনসভায় আরও

৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে: কাদের

Image
 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সাভার আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এ মন্তব্য করে। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই। তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারা দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কী আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে? এর আগে, শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে দলটি থেকে নির্বাচিত ৭ জন সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার বেলা ২টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।

আ.লীগ অফিসের সামনে বড় বড় পাতিলে রান্না হচ্ছে খিচুড়ি

Image
একদিকে চলছে বিএনপির গণসমাবেশ, অন্যদিকে রান্না হচ্ছে হাড়ি হাড়ি খিচুরি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়কে শনিবার দুপুরে খিচুড়ি রান্নার এমন চিত্রই দেখা গেছে।   বিএনপির সমাবেশকে ঘিরে ভোর থেকেই রাজধানীজুড়ে সতর্ক পাহারায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের জন্য খিচুড়ি রান্না করতে দেখা গেছে।  কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন মাঠে। রাজধানীর বিভিন্ন স্পটে অঙ্গসহযোগী সংগঠনের নেতাদেরও দেখা গেছে সড়কের পাশে অবস্থান নিয়ে থাকতে।  গাবতলীতে যুবলীগের মিছিল ও অবস্থান চোখে পড়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে মিছিল ও অবস্থান করতে দেখা যায়। এদিকে টিএসসি ও মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের পৃথক পৃথক অবস্থান চোখে পড়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্লোগান দিয়ে দল

সংসদ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

Image
  বিএনপির সাতজন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। শনিবার রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের এই ঘোষণা দেন তারা। বিএনপির সংসদ সদস্যরা জানান, তারা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।  ৩৫০ আসনের সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার, হারুন-অর রশীদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও রুমিন ফারহানা। সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দিয়ে সমাবেশে বলেন, আমরা ইতোমধ্যে স্পিকারকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আজ কালের মধ্যে স্বশরীরে সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসব।  তিনি বলেন, এই অবৈধ পার্লামেন্টে আমরা আর প্রতিনিধিত্ব করব না। জনগণের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে থেকে ভূমিকা রাখব। জিএম সিরাজ এমপিও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। আর হারুন অর রশিদ দেশের বাইরে থাকায় ই-মেইলে পদত্যাগ করেছেন বলে দলের নেতারা জানিয়েছেন।  এর আগে বিএনপির একাধিক নেতা যুগান্তরকে বলেন, রাজপথে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পাশাপাশি

বিএনপির জনসভার মূল আকর্ষণ ১০ দফা, কী আছে এতে?

Image
  সরকার পতনের আন্দোলনে এবার সমমনা দলগুলোকে নিয়ে রাজপথে নামছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে একমত হয়েছে সরকারবিরোধী অধিকাংশ দল। আজ গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করবে দলটি। যার ভিত্তিতেই আগামী দিনে যুগপৎ আন্দোলন হবে। তবে কী আছে এই ১০ দফায়? জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে এই সরকারের বিদায়ের জন্য কতগুলো চাটার অব ডিমান্ড বা দফা আমরা ঘোষণা করব। যারা যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুত ইতোমধ্যে তাদের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। আমরা আশা করি, যুগপৎভাবে আমরা যে ১০ দফা প্রণয়ন করেছি, তারা নিজ নিজ অবস্থান থেকে ঘোষণা করবেন। যার যার অবস্থান থেকে তারা ভবিষ্যতে এই দফাগুলোর দাবিতে আন্দোলনকে শাণিত করে যুগপৎভাবে আন্দোলনে আসবেন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘কর্মসূচি আসবে। আগের যেসব কর্মসূচি পালন করেছি তাও আবার থাকতে পারে। এর সঙ্গে আগামী দিনে হয়তো রোডমার্চ, লংমার্চ, অবস্থান-এ ধরনের কর্মসূচি থাকবে। সূত্র জানায়, গত পাঁচ মাস ধরে সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে দুই দফা বৈঠক করে বিএ

গোলাপবাগ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, সমাবেশ ১১টায়

Image
  রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে সায়েদাবাদ বাসটার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে হচ্ছে ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সকাল ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে ১০ দফা দাবি ঘোষণা করা হবে। শুক্রবার গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিকালে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।এছাড়া শুক্রবার ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদও গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মোশাররফ সমাবেশের সময় ১০ দফা দাবি ঘোষণার কথা জানান। এদিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির খবর পাওয়ার পরই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকাল পৌনে ৪টার দিকে সরেজমিনে দেখা গেছে, মাঠে এরইমধ্যে শতাধিক বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। শনিবারের সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।  বিএনপির ভাইস

পাঁচ হাজার টাকার সুদে ৫ লাখ টাকা দাবি: কৃষকের আত্মহত্যা

Image
  কৃষি জমিতে চাষ করার জন্য এক সুদ কারবারির কাছ থেকে সুদে ৫ হাজার টাকা নিয়েছিলেন মাদারীপুরের বাবুল মল্লিক (৪৫)। ৩ বছর পরে সেই ৫ হাজার টাকার জায়গায় ৫ লাখ দাবি করে ২ বিঘা জমি দখল করেছেন সুদ কারবারি লিটন শিকদার। পরে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ওই কৃষক। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলায়। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। বাবুল মল্লিক উপজেলার নবগ্রাম ইউনিয়নের চিত্তর মোড় এলাকার রসরাজ মল্লিকের ছেলে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় বাবুল মল্লিকের পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলি মল্লিক জানান, বাবুল মল্লিক কৃষি কাজ করে পরিবারের ভরণপোষণ যোগাতো। তিনি বছর তিনেক আগে উপজেলার একই ইউনিয়নের হাকাই শিকদারের ছেলে লিটন শিকদারের (৩৫) কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে সাক্ষর করে ৫ হাজার টাকা সুদে নিয়েছিলেন। বাবুল গরিব কৃষক হওয়ায় ৩ বছরে সেই সুদের টাকা পরিশোধ করতে পারেননি। এ জন্য নিয়মিত বাবুলকে চাপ দিচ্ছিলেন লিটন শিকদার। টাকা না পেয়ে সম্প্রতি সে খালি