শাহবাগ’ একটা প্রতিক্রিয়াশীল ও ঊনমানুষ বানানোর আইডিওলজি।


 ‘শাহবাগ’ একটা প্রতিক্রিয়াশীল ও ঊনমানুষ বানানোর আইডিওলজি। এটার বিপরীতে আমাদের দরকার— সহী সমঝ ও অধিকতর উন্নত চিন্তাধারা, যেটা একইসাথে শাহবাগকে পরাজিত করবে এবং কাউকে ঊনমানুষ বানাতে দিবেনা। 

শাহবাগ বিচারিক হ'ত্যাকাণ্ড করে, মানুষ খু'ন করা জায়েজ বানায়, সমাজে অস্থিরতা তৈরি করে। শাহবাগ নিজের আধিপত্যকে জিইয়ে রাখতে ফ্যাসিবাদকে জায়গা করে দেয়। সুযোগ মতো ধর্ম এবং ধর্মীয় গোষ্ঠীকেও ব্যবহার করে। 

ধর্মীয় গোষ্ঠীর কিছু অংশ প্রকৃত অর্থে রাজনৈতিক হয়ে উঠতে পারে নাই বলে তারাও টিস্যু পেপারের মতো ব্যবহার হয়। খু'নিকে নানান উপাধি দেয়, ইসলামের খাদেম বলে।  

ইসলামের রাজনৈতিক ও বাস্তবিক দাওয়াহ পদ্ধতিকে এড়িয়ে খেয়াল-খুশি মতো, স্থান-কাল-পাত্রের ভেদ না বুঝে 'ইসলামের দাওয়াত দিচ্ছি' ভেবে অনেকেই শাহবাগের অস্ত্র হয়ে উঠছে। এদের ভুল এপ্রোচের ফলেই শাহবাগীরা সমগ্র মুসলমান সমাজকে বিচার করে, ঊনমানুষ বানাবার প্রকল্পে তারা আরও গতি পায়।

সব মিলিয়ে পর্যাপ্ত রাজনৈতিক হয়ে উঠতে না পারা, ইসলামকে বিশ্ব বাস্তবতার আলোকে পাঠ করতে ব্যর্থ হওয়া, ইসলামী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়া, স্বল্প জ্ঞানে নাকচ করে দেওয়া— এসব কিছুই দিনশেষে শাহবাগকে সার্ভ করছে।- লিখেছেন সাদিক কাইমুম 

Previous Post Next Post

Contact Form