'বাবর' কে এত্ত হাইলাইট করার কারণ কী? সেতো কোন ক্ষমতা পায়নি?

অস্ত্র জব্দের পর চট্টগ্রামে গিয়ে সেগুলো দেখেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

 মূলত লুৎফুজ্জামান বাবর সবথেকে বেশি আলোচনায় এসেছেন চট্টগ্রামে উদ্ধার হওয়া দশ ট্রাক সমপরিমান অস্ত্রের ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ উলফাকে এই অস্ত্র সরবরাহ করার কথা ছিল কিন্তু ভাগ্যক্রমে অস্ত্রের এই চালান ধরা পড়ে যায়।

যদি এই অস্ত্রগুলো ভারতের সেভেন সিস্টার্সে পৌছানো হতো, তাহলে ভারতের তৎকালীন ভৌগোলিক অবস্থা পাল্টে যাওয়ার মতোই ছিল। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি একে-৪৭ রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য।

এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল ১ হাজার ৭৯০টি বিভিন্ন ধরণের অস্ত্র, সাড়ে ১১ লাখ গুলি, সাড়ে ৬ হাজার ম্যাগাজিন, ২৭ হাজার গ্রেনেড এবং ১৫০টি রকেট লঞ্চার। মূলত সেভেন সিস্টার্সের আতঙ্ক খ্যাত লুৎফুজ্জামান বাবর এজন্যই সবথেকে বেশি আলোচনায় যেহেতু তার হাত ধরেই এই অস্ত্র চালান হওয়ার কথা ছিল।

১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে অন্যতম নজিরবিহীন ঘটনা। মূলত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের হাত ধরেই এই অস্ত্র ভারতের সেভেন সিস্টার্সে পাঠানোর কথা ছিল। এজন্যই তিনি সবথেকে বেশি আলোচনায়।

Previous Post Next Post

Contact Form