জেনারেল ওয়াকার বলেন, আমি বুকে পাথরচাপা দিয়ে এটা মেনে নিলাম

 


উপদেষ্টা আসিফ মাহমুদ এক ভিডিও বার্তায় বলেছেন, জেনারেল ওয়াকার ডঃ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে  মেনে নিতে চাননি। আসিফ আজ এক ভিডিও বার্তায় বলেন, 

৬ তারিখ তিন বাহিনীপ্রধান, রাষ্ট্রপতি এবং নাহিদ, আসিফ, মাহফুজ মিলে ৪ ঘণ্টার এক বৈঠক হয়। সেখানে ড. ইউনুসকে নেওয়ার ব্যাপারে শক্ত আপত্তি করেন সেনাপ্রধান ওয়াকার। ওয়াকার বলেন, আমাদের এখন এমনটা একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন হবে যেটা আওয়ামী লীগ, বিএনপি উভয়ের কাছে গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু ড. ইউনুস সরকারপ্রধান হলে সেই গ্রহণযোগ্যতা পাবে না। কারণ, দেশে এখন ৩০-৪০% আওয়ামী লীগ আছে। তারা ড. ইউনুসকে একেবারেই পছন্দ করে না। তা ছাড়া উনি তো সাজাপ্রাপ্ত। তাকে কীভাবে সরকারপ্রধান করা যায়? 

এভাবেই কেটে যায়  ৪ ঘণ্টা। শেষে ছাত্ররা হুমকি দেন, আমরা অলরেডি ড. ইউনুসের নাম ঘোষণা দিয়েছি। আপনারা না মানলে আমরা শহিদ মিনারে গিয়ে সরকারের ঘোষণা দেবো। 

তখন সেনাপ্রধান ওয়াকার বলেন, আমি বুকে পাথরচাপা দিয়ে এটা মেনে নিলাম। 

এই হইল ঘটনা। এখন সরিষার মধ্যে ভূত রেখে আপনি কীভাবে আওয়ামী লীগের মোকাবিলা করবেন?

ওদিকে হাসনাত আব্দুল্লাহ তাঁর ফেইসবুকে লিখেছেন, " এই সাক্ষাৎকারটি ১৫ই মার্চ রেকর্ড করা হলেও টিভি চ্যানেল থেকে পরবর্তীতে ছাড়তে অনাগ্রহ দেখাচ্ছে। আমাদের কাছে থাকা ভার্সনটি তাই সোশ্যাল মিডিয়ায় ছাড়া হলো।" 

আসিফ মাহমুদের ভিডিও দেখতে ক্লিক করুন 

https://www.facebook.com/watch/?v=1912390849591684

Previous Post Next Post

Contact Form